জন্মভূমি ডেস্ক : বিশ্বব্যাপী আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত সালমান খানের সিনেমা ‘টাইগার থ্রি’। মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে উত্তেজনার পারদ এখন চরমে। শাহরুখের ক্যামিওর খবর আগে জানা গেলেও সর্বশেষ হৃতিকের কবির চরিত্রে ক্যামিওর সংবাদ ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়েছে। যার প্রমাণ মিলেছে ‘টাইগার’র অগ্রিম টিকিট বুকিংয়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে বিক্রি হয়েছে ১ কোটি রুপিরও বেশি মূল্যের টিকিট।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, ভারতের কয়েকটি বড় শহরে অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে বিক্রি হয়েছে ৩৩ হাজারের বেশি টিকিট।
এদিকে বুক মাই শো জানিয়েছে, ‘টাইগার ৩’ র প্রথম শো শুরু হবে ভারতজুড়ে সকাল ৭টায়। কিন্তু মুম্বাইয়ের মতো কিছু বড় শহরে প্রথম শো শুরু হবে ভোর ৬টায়।
যশরাজ ফিল্মস যে স্পাই ইউনিভার্সকে নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে তা স্পষ্ট। এর প্রথম ঝলক পাওয়া গিয়েছিল শাহরুখের সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমাতে। যেখানে ‘পাঠান’ শাহরুখের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকশন করেছিলেন টাইগার সালমান। ‘পাঠান’ সিনেমাতেই ইঙ্গিত ছিল ‘টাইগার ৩’ তে শাহরুখকে দেখা যাবে। তবে এবার শুধু পাঠান শাহরুখ নয়, ‘ওয়ার’ এর কবিরকেও দেখা যাবে টাইগারের সঙ্গে হাতে হাত মেলাতে।
এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।