জন্মভূমি রিপোর্ট
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক অধ্যক্ষ, অধ্যাপক ডা: আব্দুল আহাদ গতকাল সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে —রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ পুত্র সন্তান রেখে গেছেন। তার এক মেয়ে ও এক ছেলে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী। অন্যজন বুয়েটের ছাত্রী। স্ত্রী ফেরদৌসী বেগম একজন চিকিৎসক। পারিবারিকি সূত্রে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত¡রে প্রথম নামাজে জনাযা অনুষ্ঠিত হবে।
ডাক্তার আব্দুল আহাদ দীর্ঘদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সদালাপী মিষ্ট ভাষি একজন সাদা মনের মানুষ। চিকিৎসক ছাড়াও রোগি এবং মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের নিকট তিনি ছিলেন অতিপ্রিয়। তার মৃত্যুতে খুলনাবাসী মর্মাহত।
অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ আর নেই (বিস্তারিত আসছে)
Leave a comment