যশোর অফিস : বিএনপির ডাকা দুই দিনের অবরোধের সমর্থনে রোববার রাতের অন্ধকারে যশোরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেয় তারা। সোমবার সকালে সেই তালা ভেঙে কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।
শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হলো- যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ), যশোর সরকারি সিটি কলেজ, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।
জানা যায়, রোববার গভীর রাতে নেতাকর্মীরা যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় (এমএম কলেজ), যশোর সরকারি সিটি কলেজ, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে এ প্রতিটি গেটে তালা ঝুলিয়ে দেয়। একই সঙ্গে ‘দেশ বাঁচানোর অবরোধ সফল হোক’ এবং রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকগুলো সকাল পর্যন্ত বন্ধ ছিল। পরে সকাল ৬টার দিকে ফটকের তালা ভেঙে যাতায়াত ব্যবস্থার সুযোগ তৈরি করে দেয় কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে তালা দিলেও কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক দিনের মতো কলেজগুলোতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।
সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী বলেন, রাতের আঁধারে ফটকে তালা ব্যানার সাঁটিয়ে ছিল। সকালে সেগুলো খুলে ফেলা হয়। স্বাভাবিক দিনের মতো কলেজে সব কার্যক্রম চলছে।