জন্মভূমি ডেস্ক : দক্ষিণি অভিনেত্রী অপর্ণা নায়ার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার নিজ বাসা থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
কর্নাটকের করমনা এলাকার বাসিন্দা অপর্ণা। তার নিথর দেহ উদ্ধারের পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় অপর্ণাকে। এই ঘটনায় তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের ধারনা, আত্মহত্যা করেছেন অপর্ণা। অভিনেত্রীর স্বামী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে তারা। জানা গেছে, যখন অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, তখন বাড়িতেই ছিলেন তার মা ও বোন।
মৃত্য়ুর কয়েক ঘণ্টা আগে মেয়ের সঙ্গে ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করেছিলেন অপর্ণা। পোস্টে মেয়েজে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। যা এখন শুধুই স্মৃতি।
দক্ষিণি ইন্ডাস্ট্রিতে অপর্ণা পরিচিত নাম। ‘মেঘাতীর্থম’, ‘কলকি’, ‘কদালু পরঞ্জ কাড়া’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্বামী ও দুই কন্যা নিয়ে সংসার ছিল তার।