জন্মভূমি ডেস্ক : ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ যুদ্ধসহ সব ধরনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অস্ত্র বানানো ও প্রতিযোগিতায় খরচ না করে সেই অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, যুদ্ধ ও অস্ত্র বানানোর প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় তা সারাবিশ্বের শিশুদের জন্য ব্যয় করা হোক। তাদের চিকিৎসা, শিক্ষা ও ভালো জীবনের জন্য ব্যয় করা হোক। বিশ্ববাসীর কাছে সেই আহ্বান জানাচ্ছি।
বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ পদক প্রদান এবং শেখ রাসেল দিবস ২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তির পক্ষে।
যুদ্ধ, সংঘাত, হানাহানি মানব ইতিহাসে নতুন কিছু নয়। আদিম যুগ থেকেই সংঘাতের মাধ্যমে মানুষে মানুষে বিভক্ত বেড়েছে। যুদ্ধে অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণহানি হয়। নিশ্চিহ্ন হয় বহু পরিবার। প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়াই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশুরা। সর্বশেষ হামাস ও ইসরায়েলের মধ্যেকার যুদ্ধে যত মানুষ মারা যাচ্ছেন তার দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।
যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিশ্বে একের পর এক যুদ্ধ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন আবার প্যালেস্টাইনের ওপর আক্রমণ করছে ইসরায়েল। দুই পক্ষেরই শিশু নিহত হয়েছে। গতকাল দেখলাম হাসপাতালে আক্রমণ হয়েছে। সেখানেও শিশু মারা গেছে। আমি বিশ্বনেতাদের বলব, এই যুদ্ধ বন্ধ করুন। অস্ত্রের প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। এই যুদ্ধের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী ও শিশু। আমরা সেটা জানি। যুদ্ধের ফলে শিশু হারায় বাবা-মা, বাবা-মা হারায় সন্তানদের।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, আমার ছোট্ট ভাই রাসেলের মতো আর যেন কাউকে জীবন না দিতে হয়, এটাই আমি চাই। আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ধ্বংস করে। আমরা শান্তি চাই।