জন্মভূমি রিপোর্ট
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ জনবান্ধব এই সরকার সব সময় অসহায়, রোগ গ্রস্ত, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে দাড়ায়। প্রতি মাসে কিডনি ক্যান্সার, হার্টজনিত দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে গনতন্ত্রের মানসকন্যা পরিবর্তন ও উন্নয়নের অগ্রদূত জননেত্রী শেখ হাসিনার (প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে) প্রায় ১৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করছি। এই শেখ হাসিনার সরকার গন মানুষের উন্নয়নে কাজ করে। জনবান্ধব এই সরকার মানুষের পাশে দাঁড়ায়। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ জন অস্বচ্ছল মানুষের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যানস নাসিমা আলম, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম),উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদীব বালা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব আব্দুস সামাদ গাজীসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ এলাকার প্রবীন গনমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ জনবান্ধব সরকার সব সময় মানুষের পাশে দাঁড়ায়:আক্তারুজ্জামান বাবু
Leave a comment