জন্মভূমি ডেস্ক : শুরায়ি নেজামের তত্ত্বাবধানে দুই পর্বে সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা হওয়ার পর আগামী বছরের ইজতেমার তারিখও ঘোষণা করেছে তাবলিগ জামাত। ২০২৬ সালে ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপ হবে ২, ৩, ৪ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ হবে ৯, ১০, ১১ জানুয়ারি।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানান।
গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হয়ে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই পর্বে শুরায়ি নেজামের ইজতেমা সম্পন্ন হয়েছে। আগামী ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইজতেমার অনুমতি পেয়েছেন সাদপন্থীরা। তবে তারা আগামী বছর টঙ্গীতে আর ইজতেমা করার সুযোগ পাবেন না। এই শর্তেই তাদের এবারের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে।
তাবলিগ জামাতে দীর্ঘদিন ধরেই বিরোধী চলছে। গত ১৮ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো রক্তাক্ত হয় টঙ্গীর ইজতেমা ময়দান। গভীর রাতে সাদপন্থীদের হামলায় শুরায়ি নেজামের তিনজন মুসল্লি নিহত হন। আহত হন শতাধিক।
এ ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হওয়ায় তারা অনেকটা বেকায়দায় পড়ে। এবার তারা জোড় ইজতেমাও করতে পারেনি। ইজতেমা আয়োজনের সুযোগও পেয়েছে কড়া শর্তে।
বিশ্ব ইজতেমা ২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্তগুলো হলো তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারী) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে মাওলানা সাদের অনুসারীরা আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীর ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্তপূরণ সাপেক্ষে শুধু ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করতে পারবেন এবং ২০ ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দান মাওলানা মুহাম্মদ জোবায়েরের অনুসারীদের কাছে হস্তান্তর করা হবে।
আগামী বছরের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

Leave a comment