সীমিত করা হয়েছে বনরক্ষীদের ছুটি
শেখ হাসান আল মাহমুদ,শরণখোলা : পূর্ব সুন্দরবনে রেড এলার্ট জারী হয়েছে। সীমিত করা হয়েছে বনরক্ষীদের ছুটি। সাম্প্রতিক সুন্দরবনে অগ্নিকান্ড ও ঈদকে সামনে রেখে চোরাশিকারীদের হরিণ শিকার প্রতিরোধে সুন্দরবন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির টেপারবিল ও ধানসাগর ফরেষ্ট টহল ফাঁড়ির শাপলারবিলের তেইশেরছিলায় দুই দফা আগুন জলে ওঠে। বনবিভাগ ও ফায়ার সার্ভিসের ৬ দিনের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে বনের ব্যপক ক্ষতি হয়েছে। পুড়ে গেছে প্রায় ৬ একর বনভূমির গাছপালা। অপরদিকে, গত কিছুদিন ধরে সুন্দরবনে হরিণ শিকারীদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় হরিণের মাংস উদ্ধার হয়েছে। ঈদের আগে পরে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে গোপনে রাতের আধারে দেদারসে হরিণ মাংস বিক্রি হওয়ার খবর পাওয়া যায়। দুরদুরান্ত থেকে এসে মানুষজন হরিণের মাংস কিনে নিয়ে যায়। ঈদকে সামনে রেখে চোরাশিকারীরা সুন্দরবনে হরিণসহ বণ্যপ্রাণী শিকারে আরো বেপরোয়া হয়ে ওঠে। এ সকল কারণে অগ্নিদস্যু ও শিকারীদের প্রতিরোধে সুন্দরবন বিভাগ রেড এলার্ট জারীসহ বনরক্ষীদের ছুটি সীমিত করার ঘোষণা দিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) রানা দেব বলেন, ঈদকে সামনে রেখে চোরাশিকারীদের ধরতে সুন্দরবনের সকল টহল ফাঁড়ি ও ষ্টেশনের বন কর্মকর্তা ও বনরক্ষীদের বিশেষ নজরদারী চালাতে বলা হয়েছে। বনরক্ষীরা তাদের টহল কার্যক্রম জোরদার করেছে।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে রেড এলার্ট জারী করা হয়েছে। সীমিত করা হয়েছে বনরক্ষীদের ছুটি। বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া হবেনা। ঈদকে সামনে রেখে প্রতি বছর চোরাশিকারী চক্র মাথা চাড়া দিয়ে ওঠে। তা ছাড়া শুষ্ক মৌসুমে একটি চক্র বনে আগুন ধরায়। এদের প্রতিরোধে বনরক্ষীদের বিশেষ টহল কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।