তপন পাল, কপিলমুনি : আজ ৩ মাঘ বুধবার কপিলমুনিতে পালিত হবে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৯তম তিরোধান দিবস। রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি কওছার আলী জোয়ার্দার ও সাধারণ সম্পাদক অনুপম সাধু জানান, সকাল সাড়ে ৯টায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির চত্বরে রায় সাহেবের প্রতিকৃতিতে মাল্য দান, সকাল ১০টায় শোক র্যালী, বেলা ১১টায় তার কর্মজীবন সম্পর্কে আলোচনা ও দুপুর দেড়টায় ভোজের পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষিত হবে।
রায়সাহেব বিনোদ বিহার ১৮৯০ সালের ২০ মে জন্মগ্রহণ করেন। পিতা যাদব চন্দ্র সাধু, মাতা সহচরী দেবী। পিতা মাতার চার পুত্রের মধ্যে তৃতীয় তিনি। পারিবারিকভাবে তার বিয়ে হয় পাইকগাছা উপজেলার বোয়ালিয়া গ্রামে। ৪ পুত্র আর ৩ কন্যা সন্তাানের জনক তিনি। কনিষ্ঠপুত্র বজ্র বিহারী সাধুর অকাল মৃত্যুতে তিনি কিছুটা ভেঙে পড়েন। অন্য ৩ পুত্র গোষ্ট বিহারী সাধু, যমুনা বিহারী সাধু ও গোলক বিহারী সাধু পরিণত বয়সে মৃত্যুবরণ করেন। কপিলমুনি বাজারেই রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ব্যবসা জীবনের উত্থান।