বিজ্ঞপ্তি : পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উৎসব উপলক্ষে, আর্য ধর্মসভা মন্দির কমিটির উদ্যোগে আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ধর্মীয় রীতিনীতি আর আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে গত বৃহস্পতিবার সাড়ম্বড়ে শ্রীমদ্ভগবত পাঠ ও ধর্মীয় আলোচনা শেষে রাত ১২টা ১ মিনিটে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং শুক্রবার বর্ণাঢ্য নাম সংকীর্তন ও ভোগরাগ শেষে ভক্তদের মাঝে ভগবানের মহাপ্রসাদ বিতরণ করা হয়। উক্ত সকল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সমর কুমার কুমার কুন্ডু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সহ-সভাপতি সুদিপ মজুমদার অপু, রনজিত কুমার ঘোষ, দেব নারায়ন দাস, দেবাশিষ কর্মকার, অশোক সাহা, গোবিন্দ চক্রবর্তী, সুখময় বিশ্বাস, অসিম কুমার সোম, নিতাই বিশ্বাস, খোকন কুমার দাস, প্রবির পাল, সুনিল কুমার দাস, মানস ঘোষ, দেব দুলাল বাড়ই বাপ্পি, সঞ্জয় কর্মকার, প্রদিপ সাহা পপা, কিংকর সাহা, অসিম পাল, সাগর সাহা, অরুন সাহা, হিরন বনিক, জয়ন্ত রায়, সঞ্জয় দেবনাথ, সুকদেব কুমার ঘোষ, বিপ্লব কুমার দে, মানু সাহা, খোকন শীল কুটি, ইন্দ্রজিত, সৌরভ ঘোষ সনি, শিব শংকর পোদ্দার, শুভজিত কুন্ডু, উত্তম, তুষার সরকার, গোবিন্দ দত্ত, সনত কুমার নন্দি, প্রশান্ত কুমার ঘোষ, সনজিত ঘোষ’সহ অনুষ্ঠানে খুলনার আপামর সকল সনাতন ভক্তবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ।