জন্মভূমি রিপোর্ট : বটিয়াঘাটায় ভান্ডারকোট ইউনিয়নের লক্ষীখোলা এলাকায় পাওনা টাকা আদায় কেন্দ্র করে দেনাদারের গরু ধরে নিয়ে গেলে আলোকিত মুকুল ফাউন্ডেশনের মধ্যস্থতায় দরিদ্র উভয় পরিবারের সদস্যরা মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন । সরেজমিনে জানা গেছে, উপজেলার লক্ষীখোলা এলাকার মৃত সলিম মোল্লার পুত্র মোঃ পারভেজ মোল্লা একই এলাকার মৃত হাকিম শেখের নিকট থেকে ২৪ হাজার টাকা ধার নেয় । হাকিম শেখ পাওনা টাকা চাইতে গেলে পারভেজ নানা অজুহাতে নয় ছয় করতে থাকে । এক পর্যায়ে হাকিম দেনাদার পারভেজের ৪০ হাজার টাকা দামের একটি গরু ধরে নিয়ে প্রকাশ্যে আটকিয়ে রাখে । তখন সমস্যা সমাধানের জন্য বিশিষ্ট দানবীয় ও সমাজ সেবক আলোকিত মুকুল ফাউন্ডেশনের পরিচালক রকিবুল জাহিদ মুকুল এর শরণাপন্ন হলে আলোকিত মুকুল ফাউন্ডেশন পারভেজের নিকট পাওনা ২৪ হাজার টাকা কামালকে পরিশোধ করে উভয় পরিবারের সদস্যদের স্বস্তি ফিরিয়ে দেন । এধরনের একটি মহতী উদ্যোগ গ্ৰহন করায় আলোকিত মুকুল ফাউন্ডেশনের পরিচালক রকিবুল জাহিদ মুকুলকে এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন । পাশাপাশি ভূক্তোভোগী উভয় পরিবার পাওনা টাকা ও গরু ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তারাও ধন্যবাদ জানিয়েছেন ।