
জন্মভূমি রিপোর্ট : খুলনা-৫ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার বলেছেন, আলোর পথে এগিয়ে যেতে নৌকায় ভোট দিন। ৭৫ এ জাতির পিতাকে হত্যার পরবর্তী সময়ে দেশ যে গভীর অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, শেখ হাসিনার হাত ধরেই সেখান থেকে আবার আলোর পথে ফিরে এসেছে। বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্বে আত্মমর্যাদাশীল রাষ্ট হিসেবে পরিচিত হয়েছে। তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে সকলকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। অজয় সরকার শনিবার ডুমুরিয়া উপজেলার ৯নং সাহস ইউনিয়নের প্রাণকেন্দ্র নোয়াকাটি বাজার, বাগারদাইড় বাজার ও ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের উলা বাজারে জনসাধারণ ও ব্যবসায়িদের মধ্যে বর্তমান সরকারের সুশাসন, উন্নয়ন ও নানান জনহিতকর কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ ও মতবিনিময়কালে এ সব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আকরাম হোসেন, সাহস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জলিল, শেখ আবু হান্নান, শেখ হায়দার আলী, মোঃ বক্তিয়ার রহমান মোল্লা আবুল কাশেম, সুমিত্র গাইন, এস এম তোফায়েল আহমেদ, হারুনুর রশীদ, সজল মন্ডল, সোহান রায় তারক, আব্দুল হামিদ, শেখ শাকিলুর রহমান, সমীর বাওয়ালীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।