আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের ক্লাসের লেখাপড়ার পাশাপাশি আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে উদারতা শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালাস্থ উদারতা যুব ফাউন্ডেশন এ পরীক্ষার আয়োজন করে। প্রতাপনগর, আনুলিয়া ও খাজরা ইউনিয়নের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ২য় শ্রেনি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৪০০ ছাত্রছাত্রী সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। ২ঘন্টা করে দুটি শিফটে পরীক্ষা নেয়া হয়। হল সুপারের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক সুকুমার মন্ডল।
আশাশুনিতে উদারতা শিক্ষা বৃত্তির পরীক্ষা অনুষ্ঠিত
Leave a comment