
আশাশুনি প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি সদর ইউনয়নে পৃথক ৩ টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাতাবধি এসব সভা অনুষ্ঠিত হয়।
নাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সবদলপুর মন্দির প্রাঙ্গন ও কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলী, কামরুজ্জামান বাবুল, আছাদুল ইসলাম, বদিউজ্জামান মন্টু, হিমেল, হাফিজুল প্রমুখ। বক্তাগণ, ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার মাঝি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হককে ভোট দিতে আহবান জানান। বক্তাগণ এলাকার উন্নয়নের অভূতপূর্ব সাফল্যচিত্র তুলেধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট প্রদানের বিকল্প নেই বলে উল্লেখ করেন।

