সিরাজুল ইসলাম শ্যামনগর : আশাশুনির কাদাকাটি গ্রামের উত্তর বিলে সাড়ে পাঁচ আনার খালে ভাসমান অবস্থায় রওশন আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি কাদাকাটি গ্রামের মৃত আবু মুন্সী সরদারের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ওই গ্রামের মহিদুল সরদার খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করেন।
নিহতের ছেলে খোকন সরদার মরদেহ শনাক্ত করে বলেন, বাবা সকাল ৮টার দিকে ভাত খেয়ে ছাগল নিয়ে মাঠে যান। এরপর আর বাড়ি ফেরেননি। পানিতে মরদেহ ভাসার কথা শুনে আমরা দুই ভাই সেখানে গিয়ে দেখি ভাসমান মরদেহটি আমার বাবার।
ওসি (তদন্ত) আব্দুল ওয়াদুদ জানান, কাদাকাটি গ্রামের উত্তর বিলে জনৈক আসাদের বাওড় সংলগ্ন সাড়ে পাঁচ আনার খাল থেকে বৃদ্ধ রওশন আলীর মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশাশুনিতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Leave a comment