
ইলিয়াছ মোল্লা, আশাশুনি : আশাশুনিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বেলা ১১.৩০ টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় অধ্যক্ষ মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, অধ্যক্ষ ড. আবুল হাসান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

