আশাশুনি প্রতিনিধি : জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আশাশুনিতে স্মরণ সভা এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি আলিয়া মাদ্রাসা হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সুপার ড. মাওঃ আবুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক শেখ রিয়াজুল ইসলাম প্রমুখ। সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, মৌলভী আমিনুল ইসলাম।
আশাশুনি মাদ্রাসায় ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ সভা ও দোয়া
Leave a comment