॥ আশাশুনি প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সকল সদস্যের উপস্থিতিতে সভায় আয়-ব্যয়ের হিসাবসহ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, জি এম আল ফারুক, আবদুল আলিম, সচ্চিদানন্দদে সদয়, সমীর রায়, শরিফুজ্জামান মুকুল শিকারি, আকাশ হোসেন, এম এম নুর আলম, হাবিবুল্লাহ বেলালী, প্রভাষক শেখ আশিকুর রহমান, হাসান ইকবাল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সদস্য নবায়নের জন্য আগামী ৩০ আগস্টের মধ্যে সকল সদস্যকে এনআইডি কার্ডের ফটোকপি ও স্ব-স্ব পত্রিকার আইডি কার্ডের ফটোকপি দপ্তর সম্পাদকের নিকট জমা প্রদান, সদস্য মাসিক চাঁদা ৫০ টাকা হারে দুই বছরে ১২০০ টাকার মধ্যে ৬০০ টাকা প্রেসক্লাবের ফান্ড থেকে প্রদান এবং বাকি ৬০০ টাকা সকল সদস্যকে ৩০ আগস্টের মধ্যে কোষাধ্যক্ষের কাছে জমা দিয়ে রশিদ গ্রহন করা, যাদের লোনের টাকা বাকী আছে, তাদেরকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কোষাধ্যক্ষের নিকট বাকী টাকা পরিশোধ করে রশিদ গ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
॥ কৃষকদের দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত ॥
আশাশুনিতে ৩০ জন কৃষককে নিয়ে দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে সোমবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণ সম্পন্ন হয়। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার অতিঃ উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। দু’দিনের অনুষ্ঠানে কৃষকদেরকে রোপা আমন ধান আবাদ, রোগ বালাই, পোকা মাকড় দমন, ভার্মি কম্পোষ্ট, ট্রাইকো কম্পোস্ট, বিষমুক্ত সবজি চাষ, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব বালাই নাশক, সরিষা আবাদ, গ্রীষ্মকালীন তরমুজ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
॥ বড়দলের বাইনতলা রাস্তা পানিতে নিমজ্জিত ॥
উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা রাস্তার বেহায় দশায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে গেছে। রাস্তা চলাচল অনুপযোগি হওয় পড়ায় মানুষ বাড়ি থেকে বের হতে কষ্টকর পরিস্থির মুখে পড়ছে। বাইনতলা গ্রামের বিজন মন্ডলের বাড়ি হতে হরষিত মন্ডলের বাড়ি পর্যন্ত মাটির রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। ফলে রাস্তাটি নিচু হয়ে আছে। গত কয়েকদিনের বৃষ্টির কারনে রাস্তাটি তলিয়ে গেছে। ফলে সরকার পাড়া ও বৈদ্য পাড়াসহ আশেপাশের মানুষ এক প্রকার পানিবন্দী হয়ে পড়েছে। এ পরিস্থিতি এবছরে নতুন নয়, প্রতি বছরই বৃষ্টির মৌসুমে রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে যায়। ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের পক্ষ থেকে বা অন্য কোন তহবিল ও কোন এনজিও’র পক্ষ থেকে রাস্তা সংস্কারে এগিয়ে আসা হয়নি। ফলে প্রতি বছর বৃষ্টির সময় মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। প্রতি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে কেউে খাজ খবর নেননি। সংস্কারের অভাবে রাস্তার বিভিন্ন স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলেও শুকনোর সময় রাস্তা দিয়ে চলাচল করা হুমকিপূর্ণ হয়ে ওঠে। ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়দয় উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।
॥ খাজরায় যুবলীগের প্রস্তুতি সভা ॥
আশাশুনি উপজেলার খাজরায় ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন যুবলীগ এর অস্থায়ী কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে ইউনিয়ন যুবলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগ সভাপতি বিপ্লব কান্তি দাশ। সাধারণ সম্পাদক আনারুল ইসলামের সঞ্চলনায় সভায় বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, নওয়াব আলী সরদার, পঙ্কজ ঘোষ, আনিচ সরদার, সফিকুল গাজী, বিল্লাল মোল্যা, শান্তসহ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পতাকা অর্ধনমিত করণ, দলীয় পতাকা উত্তোলন, শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, গণভোজ, মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত নেওয়া হয়।