জন্মভূমি ডেস্ক : ঘূর্ণিঝড় ফেইনজালের কারণে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ধূসর মেঘ আজ রোববার থেকে কেটে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এখনই শীত জেঁকে বসার সম্ভাবনা না থাকলেও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে সংস্থাটি। শনিবার ঝিরিঝিরি বৃষ্টির পর রাজধানীতে শুরু হয়েছে শীতের আমেজ। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নামতে শুরু করেছে তীব্র শীত।
হিমালয়কন্যা পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। তবে দেশের কোথাও এখনও শৈত্যপ্রবাহ হয়নি। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশের উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ থাকবে। শিগগিরই ধীরে ধীরে কমতে শুরু করবে রাতের তাপমাত্রা।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য আর দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
আসছে শৈত্যপ্রবাহ
Leave a comment