
বিজ্ঞপ্তি : আগামী দিনগুলোতে কর্মী সুরক্ষায় সেইফগার্ডিং এবং প্রোটেকশান ফ্রম এক্সপ্লোয়েশান অ্যান্ড এবিউজ পিএসইএ বা শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষার বিষয়টি অত্যধিক গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণ প্রদান শুরু করেছে ইউসেপ বাংলাদেশ। রোববার সোনাডাঙ্গায় অবস্থিত হোটেল পুস্প বিলাশে ‘সেইফ গাডিং অ্যান্ড পিএসইএ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মোহাম্মদ আবদুল মজিদ। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেনইউসেপ সেইফগার্ডিং কমিটির চেয়ারপার্সন শেপা হাফিজা, সদস্য নাজমুন নাহার, সদস্য সচিব মো: সাজ্জাদুল হক, ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স এ্যন্ড টেকনোলোজী। ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।
ইউসেপ কর্মী, ইউসেপের অংশীদার, সুবিধাভোগী, স্বেচ্ছাসেবক, সরবরাহকারী ও কমিউনিটির সকল মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে এবং শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষা বিষয়ক সচেতনতা গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ইউসেপ খুলনার আওতাধীন বিভিন্ন টেকনিক্যাল স্কুলের মোট ১১০ জন কর্মী অংশগ্রহণ করেন।

