রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে নির্মানাধীন ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ হাইটেক পার্ক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে ঢাকা-যাত্রাবাড়ি এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরে এই কর্মসূচি পালন করা হয়। অন্তর্বতীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের পরিবর্তণ না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, কর্মসংস্থানের অপার সম্ভবনাকে সামনে রেখে ২০২১ সালে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এন্ড হাইটেক পার্ক নির্মানে মাদারীপুরের শিবচরের কুতুবপুরের ৭০.৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় ধরে প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তীতে ফ্যাসিবাদ সরকারের পতনের পর কোন এক অদৃশ্য কারণে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। তথ্য-প্রযুক্তির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও আর্থ সামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিবচরবাসীর এই হাইটেক পার্ক খুবই প্রয়োজন। শিবচরের গরীব-দুঃখী, অসহায়, দুস্থ-মেহেনতি খেটে খাওয়া মানুষ ও তরুণ প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মানাধীন প্রজেক্টকে অন্য কোথাও স্থানান্তর হতে দেবো ন। প্রয়োজনে কঠোর মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজমত হোসেন সেলিম, শিবচর উপজেলা বিএনপি সহ-সভাপতি শাহজাহান মোল্লাসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহন করে।
জানা যায়, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির নানাখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২২ সালের পহেলা জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুর জেলার শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ৩১ জানুয়ারি। অধিগ্রহনকৃত ৭০ একর জমি নির্ধারণ করা হয়েছিল। যেখানে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছিল। প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই ২০২৪ সাল পর্যন্ত ব্যয় হয়েছে ২৪৮ কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুননির্ধারণ করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ করা হয়। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও। এর প্রতিবাদে শিবচরের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে প্রতিবাদ জানাচ্ছে।