জন্মভূমি ডেস্ক : ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত।
শনিবারের এই বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল।
বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। ইতোমধ্যে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণে নিহত ৮, আহত অর্ধশত
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2025/01/Screenshot_3-19-330x220.jpg?v=1736671275)
Leave a comment