জন্মভূমি রিপোর্ট : প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল। আবার সেই যুক্তরাষ্ট্রের পরামর্শে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর বাহিনী বোমা ও ড্রোন হামলা চালিয়ে সহস্রাধিক মানুষকে হতাহত করেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের ভূমিকাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি নেতৃবৃন্দ নিষ্ঠুরতম প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, প্রতারণাই যে সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট তা আবারও প্রমাণিত হয়েছে। অবিলম্বে হামলা বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর করা, বন্দি মুক্তি এবং গাজার ত্রাণ সহায়তা আরো জোরদার করার জন্য জাতিসংঘ এবং বিশ^বাসীর প্রতি পার্টির শীর্ষ নেতারা আহবান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই মানবতা বিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এদিকে, পার্টির সভাপতি পৃথক আরেকটি পোস্টে গাজায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের জনগণকে রুখে দাড়ানোর আহবান জানানো হয়েছে।
কমরেড প্রিন্সের ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এটি প্রকাশ্যেই বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকারের সাথে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজা নগর এবং মধ্যাঞ্চলের দেইর আল-বালাহসহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধ বিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনি। যা শতাব্দির অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।
গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে ইসরাইলি বাহিনি আকষ্কিভাবে বোমা হামলা শুরু করে। কয়েক ঘন্টাব্যাপী এ হামলায় মুহূর্তের মধ্যে শত-শত প্রাণ ঝওে যায়। গত ৪৮ ঘন্টায় নিহতের সংখ্যা ৯৭০। আহত সাড়ে ৬শ’ জনের বেশি। আহতের সংখ্যা এতো বেশি যে, গাজার স্বাস্থ্য মন্ত্রনালয় সেখানকার সব হাসপাতালে সাধারণ মানুষকে রক্ত দানের জন্য আহবান জানিয়েছেন। সূত্রমতে, এই হামলার ১৭ দিন আগে থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় সব ধরণের ত্রান ও সহায়তা বন্ধ করে দিয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়ানো গাঁজার মুনুষ, বিশেষত নারী ও শিশুদের আহাজারিতে বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বলে অনেকে অভিমত প্রকাশ করছেন।
ইসরায়েলের গণহত্যা, যুক্তরাষ্ট্রের ভূমিকা নিষ্ঠুরতম প্রতারণা: সিপিবি

Leave a comment