কয়রা প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংর প্রভাবে দুইদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর মঙ্গলবার সকাল থেকে খুলনার অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে। স্বস্তি ফিরে এসেছে জনজীবনেও। উপক‚লীয় এলাকায় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে গত কয়দিন কয়রার মানুষের আতঙ্কের নাম ছিল বাঁধ। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছে উপক‚লের এ জনপদ। ফলে সকাল বেলায় আতঙ্ক কাটিয়ে অনেকটা স্বস্তিতে বাড়িতে ফিরেছেন আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরতরা। ভেঙ্গে যাওয়া বেঁড়িবাধ ভোর থেকে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু দিক নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় কাজ শুরু হয়। ভেঙ্গে যাওয়া বেঁড়িবাধ পরিদর্শনকালে উপস্থিত থেকে শ্রমিকদের সাথে কাজ ও দাড়িয়ে তদারকি করেন সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামান, স্থানীয় চেয়ারম্যান এস এম বাহারুল ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ।
এলাকাবাসী জানান, ঘূর্ণিঝড় সিত্রাং আতঙ্কের থেকে বড় আতঙ্কের নাম ছিল বেঁড়িবাধ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জলোচ্ছ¡াস সৃষ্টি হলে কয়রা উপক‚লীয় জনপদ আবারো বিলীন হতো পানির নিচে। এলাকার অধিকাংশ বাঁধ সুরক্ষিত থাকলেও উত্তর বেদকাশী এলাকার হরিণখোলা বাঁধে হঠাৎ করে ভাঙ্গন দেখা দেয়। পরবর্তীতে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বাদ রক্ষা করা সম্ভব হয়েছে। লোনাপানির হাত থেকে রক্ষা পেয়েছে প্রান্তিক পর্যায়ের মানুষের কৃষিজমি। পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বেড়িবাঁধের কারণে ভয় এবং আতঙ্ক দু’টোই সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মনে। এবারও দায়সারাভাবে বাঁধগুলো মেরামতের চেষ্টা করছেন পানি উন্নয়ন বোর্ড। তবে কবে নাগাদ বাঁধগুলো মজবুতভাবে তৈরি হবে সে বিষয়ে কোন উত্তর দিতে পারিনি পানি উন্নয়ন বোর্ডকর্মকর্তারা । উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকুনুজ্জামান বলেন, উপজেলা সিত্রাংয়ের প্রভাবে বড় ধরণের ক্ষয় ক্ষতি খবর যাওয়ায় যায়নি সকাল থেকে আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছে। উপজেলার ১১৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৩ হাজার ও অন্যান্য স্থাপনায় আরও ৯ হাজার মানুষ ঠাঁই নিয়েছিল। আমরা উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি দের দিয়ে শুকনা খাবার বিতরন ও নিয়মিত মনিটরিং করি।
স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এলাকায় থেকে প্রশাসন ও নেতাকর্মী নিয়ে আশ্রয় কেন্দ্র খাদ্য বিরতন ও সবকিছু মনিটরিং করেছি। একটি পয়েন্টে ভাঙ্গন দেখা দেয় তাৎক্ষনিক মেরামত করা হয়েছে সাথে-সাথে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে উক্ত স্থান দ্রæত ঝুঁকিমুক্ত করতে। তিনি বলেন, এসব বাধ নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণের ওপর গুরুত্বারোপের জন্য তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।
উপকূলে নির্ঘুম রাত শেষে স্বস্তির সকাল, বাঁধ নির্মাণ শেষ
Leave a comment