জন্মভূমি ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বর্তমান সরকারের আমলেই বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান সবচেয়ে বেশি উন্নত হয়েছে। সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।’ বৃহস্পতিবার কক্সবাজারে মন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশের কোনো রোগী আর হাসপাতের ফ্লোরে থেকে চিকিৎসা নেবে না। সব রোগী এখন হাসপাতাল বেডে থেকে চিকিৎসা নেবে।’
স্বাস্থমন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনটি সম্প্রসারণ করে এখানে আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা সদর হাসপাতালকে পাঁচশ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালও শিগগিরই চালু করা হবে।’