জন্মভূমি ডেস্ক
করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত (৫ জুলাই) সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন রোগী শনাক্ত হয়।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।
এছাড়া ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।
২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫০৯৭, ময়মনসিংহে ৩৩৪, চট্টগ্রামে ১৫৪০, রাজশাহীতে ১২২৫, রংপুরে ৬১৮, খুলনায় ১৮৬৫, বরিশালে ৪৫৯, সিলেটে ৩৮৭ জন রয়েছেন।
এছাড়া মৃত্যু ১৬৩ জনের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৬৫ জন নারী। এদের মধ্যে খুলনার ৪৬, ঢাকায় ৪৫, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ২, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৩৯২ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৮৮৩ জন এবং নারী ৪ হাজার ৫০৯ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের ১১ জন এবং ২১ থেকে ৩০ বছরের ৫ জন রয়েছেন।
একদিনে শনাক্ত সাড়ে ১১ হাজার ছাড়াল, মৃত্যু ১৬৩
Leave a comment