জন্মভূমি ডেস্ক : বলিউডে সালমান খানের যেমন জনপ্রিয়তা, ফুটবলে তেমন ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাদের অনুরাগীদের তালিকাও বেশ দীর্ঘ। এবার এই দুই তারকা বাঁধা পড়েছেন এক ফ্রেমে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি ভাইজান গিয়েছিলেন সৌদি আরব। সেখানে একটি বক্সিং ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ভিআইপি সারিতে বসে খেলা উপভোগ করছিলেন সালমান। তার ঠিক পাশেই বান্ধবী টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং উপভোগ করছিলেন সিআর সেভেন। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এ দুই তারকাকে এক ফ্রেমে বাঁধা ছবিটি।
দুই জগতের দুই তারকাকে এক ফ্রেমে দেখে ভক্তরা দারুণ খুশি। এক ভক্ত লিখেছেন, ‘সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা।’
এদিকে এরইমধ্যে ভারত ফিরেছেন সালমান। ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন বিগ বসের শো নিয়ে। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার ‘টাইগার’ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার-৩’। এতে তার বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। সালমান-ক্যাট ছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ।