বিজ্ঞপ্তি : এনপিপি, গণতন্ত্র বিকাশ মঞ্চ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)’র নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি বলেন, ইসরাইল বোমবর্ষণ করে নিরীহ সাধারণ মুসলিমানদের হত্যা করে চলেছে। এর থেকে পরিত্রাণ পাচ্ছে না নারী-শিশু-বৃদ্ধ ও হাসপাতালের মুমূর্ষ রোগীরাও। গাজা এলাকা ঘিরে রেখে বিদ্যুৎ-পানি-খাদ্য সরবরাহ বন্ধ করে নারকীয় অবস্থার সৃষ্টি করে চলেছে। নেতৃবৃন্দআইসি ও জাতিসংঘের প্রতি আহ্বান করেন, অনতিবিলম্বে ইসরাইলি আগ্রাহী ভূমিকা প্রতিহত করে দ্রুত যুদ্ধ বন্ধ করার। অমানবিক এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑএনপিপি’র চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চ জোট প্রধান শেখ সালাউদ্দিন সালু, এনপিপি মহাসচিব মোঃ ইদ্রিস চৌধুরী, ন্যাশনাল আওয়ামী পার্টিÑন্যাপ ভাসানী চেয়ারম্যান আব্দুল হাই সরকার, কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন ন্যাপ ভাসানী’র আশিক-উস সালেহিন, ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, মোঃ মাসুম মৃধা, শেখ আলমগীর হোসেন, শেখ ফজলুল রহমান, শেখ রিজওয়ান রিজু, মল্লিক আবুল বাশার, মোঃ শেখ মকবুল হোসেন, শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, শেখ মোঃ তৌহিদ হোসেন, মোঃ আব্দুল হালিম খাঁ (মাছ ব্যবসায়ী), শেখ মনিরুল ইসলাম মুন্না, মোঃ ফরিদ খান, সাজিদ হোসেন মাল্লান, মোঃ জুম্মান, মোঃ আজিম হাওলাদার, মোঃ শফি মল্লিক, মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ।