
ডেস্ক রিপোর্ট : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আশপাশে আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে এই কার্যক্রম চলবে। আজ বুধবার (৩ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এসএসএফ জানিয়েছে, এটি একটি পূর্বনির্ধারিত মহড়া এবং নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোথাও যেন কোনো ধরনের গুজব বা অপপ্রচার না ছড়ানো হয়, সে জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সংস্থাটি বলেছে, মহড়ার সময় কোনো আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করার মতো তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

