
বিজ্ঞপ্তি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, রামপাল উপজেলা সভাপতি ও বাগেরহাট জেলা কমিটির সদস্য কমরেড অশেষ রায় পল্টু গত সোমবার শেষরাত ৫টায় হুকড়া ইউনিয়নের বাবুরবাড়ী গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। মঙ্গলবার সন্ধ্যায় নিজবাড়ির শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিন রামপাল উপজেলা মানবাধিকার কমিশন, ওয়াপদা ভেড়ীবাঁধ আন্দোলন ও মোংলা-ঘষিয়াখালী চ্যানেল রক্ষা কমিটির সহ-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি পার্টির একজন সার্বক্ষণিক ত্যাগী ও একনিষ্ঠ নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে রামপাল উপজেলা তথা পার্টির যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
অপরদিকে কমরেড অশেষ রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ড. প্রফেসর সুশান্ত দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, দিপংকর সাহা দিপু, কমরেড এড. মহিউদ্দিন শেখ, কমরেড শেখ মফিদুল ইসলাম, কমরেড রবীন্দ্রনাথ দেবনাথ, কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড নূর মোহাম্মদ মোড়ল, মুক্তিযোদ্ধা কমরেড ধীমান অধিকারী, কমরেড সুভাষ বিশ্বাস, কমরেড হারুন গাজী, কমরেড ডাঃ নুরুল ইসলাম, কমরেড সঞ্জিত মণ্ডল সোনা, কমরেড জগবন্ধু, নীলকমল, সুবর্ণ, প্রবীর, নিমাই, ডালিম শেখ, পার্থপ্রতীম, আশিষ, কালীবাবু, স্টালিন, নরেশ, জ্যোতি, মিলন, আঃ রহিম প্রমুখ।