জন্মভূমি ডেস্ক : বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে মাত্র ছয় কোটি বই দেওয়া সম্ভব হয়েছে। বাকি ৩৪ কোটি বই প্রদান ফেব্রুয়ারি মাসের শেষে হতে পারে। শিক্ষার্থীদের সুবিধার জন্য তাই পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন চালু করা হয়েছে। এখন থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর ওয়েবসাইটে বইয়ের পিডিএফ কপি পাওয়া যাবে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন এবং মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে।
অনুষ্ঠানে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন বলেন, “সব বই ছাপানো সম্ভব হয়নি, তবে এর সঙ্গত কারণ রয়েছে। তবে এটি এখন আমার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আশা করছি, যা পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে দ্রুত বাকি বই ছাপানো হবে।”
ওয়েবসাইটে পাঠ্যবই, অনলাইন ভার্সন উদ্বোধন
Leave a comment