কপিলমুনি প্রতিনিধি : পাইকগাছার কপিলমুনিতে সড়ক দূর্ঘটনার আয়শা খাতুন(২০) নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০.৩০ টার দিকে উপজেলার আগড়ঘাটা ভেদামারী মোড়ে। সে অত্র উপজেলার প্রতাপকাটী গ্রামের কাকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের স্ত্রী। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ঘটনার দিন আয়শা খাতুন ও স্বামী মটর সাইকেল যোগে রাড়ুলী বাবার বাড়ী থেকে শশুর বাড়ী প্রতাপকাটী যাচ্ছিল। পথিমধ্যে পাইকগাছা উপজেলার ভেদামারী মোড় নামক স্থানে তারা দূর্ঘটনার স্বীকার হয়। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা আয়শা খাতুন রাস্তার উপর ছিটকে পড়ে। একই সময়ে একই দিক পাইকগাছা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যার নম্বর সাতক্ষীরা-জ ০৪-০০৬১ এসে আয়শা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় তার স্বামী অপর পাশে পড়ে গিয়ে প্রাণে বেঁচে গেলেও সে গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সেখানে উপস্থিত উৎসুক জনতা তাৎক্ষণিক ঘাতক বাসটিসহ চালক ও হেলপারকে আটক করে। খবর পেয়ে পাইকগাছা থানা ও কপিলমুনি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার পূর্বক জনতার হাতে আটক বাস, বাসের চালক ও হেলপারকে আটক করে কপিলমুনি ফাঁড়িতে নিয়ে আসে। সর্বশেষ এ ঘটনায় নিহতের বাবার বাড়ী ও শশুর বাড়ীতে শোকের মাতম চলছে।