কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনিতে মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় কাজিমুছা স্পোর্টস একাডেমির আয়োজনে কাজিমুছা ফুটবল মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতা খেলায় কপিলমুনি স্পোর্টস একাডেমী ৪-৩ গোলে সুন্দরবন ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি ছিলেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার। ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মিন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, মহসীন খান, আজিজুল ইসলাম খান, আশরাফ আলী খান, মনিরুল ইসলাম, কেসমত হালদার, ইমদাদুল জোয়াদ্দার, শাহিন কাগজী, লাভলু গোলদার, রনি হালদার, সিরাজুল গোলদার, হাসান আলী শেখ, আকবর আলী শেখ, অমৃতলাল মন্ডল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মোঃ আঃ কুদ্দুস খান ও হুসাইন কাগজী। রেফারির দ্বায়িত্ব পালন করেন বরুন সানা, মফিজুল ইসলাম ও রাজু আহমেদ। ধারাভাষ্যে ছিলেন অলিউল ইসলাম, মশিয়ার শেখ ও জিএম হাবিবুর রহমান। খেলোয়াড় নির্বাচিত হন কপিলমুনি স্পোর্টস একাডেমীর ফরহাদ হোসেন।