কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় শিক্ষার্থিদের বিরুদ্ধে একটি ঠিকাদারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। গত ৩ ফেব্রæয়ারি মেসার্স আমিন এ্যান্ড কোম্পানী নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাসেল মোল্লা এ অভিযোগ করেন। পরে ৬ ফেব্রæয়ারি কয়রা থানা থেকে লিখিত অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
রাসেল মোল্লা জানান, গত ২ ফেব্রæয়ারি কয়রা উপজেলার শাকবাড়িয়া নদী তীরবর্তি এলাকায় স্থানীয় কয়েক ব্যাক্তি বাঁধ নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি করে। পরে সেখানে এলাকার শিক্ষার্থিরা উপস্থিত হয়। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বাকবিতন্ডা হয়। বিষয়টি মৌখিকভাবে স্থানীয় থানায় জানাতে গেলে সেখানে উপস্থিত দুই ব্যাক্তির প্ররোচনায় লিখিত অভিযোগ করতে বাধ্য হন তিনি। পরে শিক্ষার্থিদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মিমাংসা করে লিখিত অভিযোগ প্রত্যাহার কওে নিয়েছেন।
শিক্ষার্থি এস কে গালিব বলেন, বাঁধ নির্মাণ কাজের সময় বাড়ি-ঘরের উপরে মাটি ফেলা নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে ঠিকাদারের লোকজনের ঝামেলা হয়। খবর পেয়ে বিষয়টি মিমাংসার জন্য সেখানে এলাকার কয়েক শিক্ষার্থি এগিয়ে যায়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে তৃতীয় পক্ষের ইন্ধনে আমাদের নাম জড়িয়ে থানায় লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। পরে তিনি ভুল বুঝতে পেরে অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।
কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন, কাজে বাঁধা দেওয়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থিকে জড়িয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন
কয়রায় ঠিকাদারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগ

Leave a comment