প্রধানমন্ত্রী জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন : এমপি বাবু
কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত চিকিৎসা সহায়তার জন্য ৬ জন অসহায় মানুষের মাঝে ৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ চেক বিতরণ করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এমপি বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার-বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি কয়রা-পাইকগাছার প্রায় ১৩০০ অসহায় মানুষের জন্য ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খগেন্দ্রনাথ মন্ডল, জাফরুল ইসলাম পাড়, ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুস সামাদ গাজী, শাহ নেওয়াজ শিকারী, জিয়াদ আলী, নির্মল চন্দ্র দাষ, শরিফুল ইসলাম টিংকু, আমিনুল হক বাদল, তরিকুল ইসলাম প্রমুখ।