কয়রা প্রতিনিধিঃ কয়রায় উপকূলীয় অঞ্চলে নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ ভাতা ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে আয়োজিত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠানে নারীদের ভাতা ও সনদ বিতরণ করা হয়। উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা রেশমা খানমের সভাপতিত্বে ও মুনসি কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য আপা ইসকিতা আফরিন, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশিদ, ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রমুখ
অনুষ্ঠানে জানানো হয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধায়নে এবং বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে কয়রা উপজেলার ৩৭৫ জন নারীকে মৎস্য চাষ, হাস মুরগি পালন ও দর্জি বিজ্ঞান কাজে গত ২৪/১২/২০২২ থেকে ০৯/১২/২০২২ তারখি পর্যন্ত ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রশিক্ষনার্থীদের হাতে প্রতিজনকে ১ হাজার ৫০০ টাকা প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করেন।
কয়রায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ভাতা ও সনদ বিতরণ
Leave a comment