জন্মভূমি রিপোর্ট : কয়রায় বাঘের আক্রমন থেকে বেঁচে আসা কামাল হোসেন ওরফে টাইগার কামালকে মিথ্যাভাবে বন মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কামাল হোসেন। ১৮ আগস্ট বেলা ১১ টাঢ কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি জানান, সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ২০১১ সালে বাঘের আক্রমনের শিকার হন তিনি। মারাত্মক আহত অবস্থায় তার সঙ্গীরা বাঘের কবল থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করে। দির্ঘ ২ বছর চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে পুনরায় জীবিকার তাগিদে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। তবে নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করা থেকে বিরতি থাকি। বর্তমানে আমার মাথার সমস্যার পাশাপাশি চোখের খুবই অসুস্থার মধ্যে চিকিৎসাধীন আছি। এলাকার লোকজনের সহয়তায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এতো কিছুর পরেও মিথ্যা বন মামলা দিয়ে আমাকে হয়রানি করছে বন বিভাগ। তিনি সংবাদ সম্মেলনে আরও জানান, ইতিমধ্যে আমার বিরুদ্ধে মিথ্যাভাবে ৪ টি বন মামলা দায়ের করেছে। খুলনা রেঞ্জের হায়াতখালী ও শাকবাড়ীয়া বন টহল ফাঁড়ি হতে এ সকল মিথ্যা মামলাগুলি দায়ের করা হয়েছে। আমি এ সকল মামলায় জেল হাজতও খেটেছি। প্রকৃত ঘটনাটি হলো যে, বাংলাদেশ জামায়াতী ইসলামী রাজনৈতিক দলের সমর্থক হিসাবে কাজ করে থাকি। সেই সুবাধে আওয়ামীলীগের স্থানীয় নেতা কর্মিরা বন বিভাগকে ভুল বুঝিয়ে বন বিভাগকে দিয়ে আমাকে হয়রানি করতে এ সকল মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করায় এলাকার সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সংবাদ সম্মেলন মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাইতে পারি তার সু ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।