বরিশাল অফিস : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লতাচাপলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রুহুল আমিনকে গতকাল বৃগস্পতিবার বহিস্কার করা হয়েছে। কলাপাড়া (মহিপুর) উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান পিন্টু ও সাধারন সম্পাদক মাসুম ফরাজী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞাপ্তি মাধ্যমে জানানো হয়, দলের সুনাম নষ্ট করতে কেউ ছাড় পাবে না। তাই দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে রুহল আমিনের বিরুদ্ধে। তাই উর্ধ্বতন মহলের সিদ্ধান্তে এ বহিস্কারাদেশ।