কাঁঠালিয়া সংবাদদাতা : মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে দক্ষিণ আউরা, হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের এমন সহজলভ্যতায় স্কুল-কলেজগামী তরুণরাও আশঙ্কাজনক হারে মাদকের দিকে ঝুঁকছে। গাঁজা থেকে শুরু করে ভারতীয় মদ, বাংলা মদ, ইয়াবা ও ফেনসিডিলসহ নানা রকম মাদক ক্রয়-বিক্রয়ের কেন্দ্রস্থল এখন মুমিন সিকদার ওরফে মাহির বাড়ির সামনে।
কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আউরা গ্রামের মোঃ জুয়েল মল্লিক বাড়ির সামনে ও শাহিদ সিকদারের বাড়ির সামনে রমরমা মাদক ব্যবসা ও সেবন চলছে। এসব দেখার কেউ নাই। এতে নষ্ট হচ্ছে যুব সমাজ। বাড়ছে অপরাধ, তৈরি হচ্ছে কিশোর গ্যাং। স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা দিন-দিন এই মাদকে আসক্ত হচ্ছে। এসব কারণে অনেক সময় পারিবারিক ঝামেলাও সৃষ্টি হচ্ছে। নেশার টাকা না পেলে নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অনেক সময় দেখা যায় এরা চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করছে। এতে পরিবারের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষ হয়রানির শিকার হচ্ছে। এদের মধ্যে অনেকেই প্রভাবশালী পরিবারের সন্তান।
মোঃ শাহিদ সিকদারের ছেলে মুমিন সিকদার ওরফে মাহির বাড়ির পশ্চিমপাশে দেখা যায় বিকেল হলেই মাদক কারবারি ও সেবনকারিরা এসে জমায়েত হয়। দিন-দিন অন্যায়-অত্যাচার বেড়েই চলছে। এতে করে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়ছে। দিন-দিন মাদক সরবরাহ ও সেবন বেড়েই চলছে। প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।