কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালীতে বাংলাদেশ জাতীয় কৃষক খেতমজুর সমিতির উদ্যোগে কাউখালী উপজেলা শাখায় কৃষক খেতমজুর সমাবেশের আয়োজন করা হয়। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নিমাই মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি তুষার কান্তি দাস, সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি উপাধ্যক্ষ হারুন অর রশিদ, সদস্য কেন্দ্রীয় কমিটি, কমরেড নৃপেন্দ্র নাথ বাড়ৈ, সদস্য কেন্দ্রীয় কমিটি সহ স্থানীয় নেতৃবৃন্দের নেতৃত্বে বক্তারা সরকারি, বেসরকারি অফিসে ঘুস, দুর্নীতি, কৃষি কাজে কৃষকদের বীজ, সার, অর্ধেক মুল্যে কৃষিউপকরণ, ভূমিহিনদের মধ্যে অগ্রাধিকার, খাস জমি বন্দোবস্ত, প্রকৃত ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত দেওয়া ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ, কাউখালী হাসপাতাল নতুন ভবন দ্রুত নির্মাণ দাবিতে সমাবেশ করেছেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবীসমূহ বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি প্রদান করেন।