কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : কাউখালীতে শীত জেঁকে বসতে শুরু করছে। শীতের সঙ্গে ধোয়ার মতো কুয়াশা, হঠাৎ শীত পাড়ায় সকালে লোকজনের চলাচল থাকে সীমিত দোকান পাট খোলে। শুক্রবার কাউখালীর সাপ্তাহিক হাটে রাস্তার পাশে নতুন-পুরানো গরম কাপড়ের দোকানে ভীর ছিলো চোখে পড়ার মতো। শীতকাল ধনী শ্রেণির লোকদের বিলাসিতা আর আকর্ষণীয় হলেও খেটে খাওয়া মানুষের জন্য এ মৌসুম অত্যান্ত কষ্টদায়ক বলে মনে করছেন স্থানীয়রা। সরকারি ভাবে শীতবস্ত্র বিতরণ অনুদান অপ্রতুল হওয়ায় বিত্তবানদের এগিয়ে আসা মানবিক দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল। একশ্রেণির অসাধু ব্যবসায়-সম্পৃক্ত লোকজন সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিচ্ছন বলেও অভিযোগ উঠেছে। আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে তাপমাত্রা কমে যাওয়ায় শৈত্য প্রবাহের কারনে শীত বাড়ছে।