কাউখালী (পিরোজপুরের) প্রতিনিধিঃ কাউখালীতে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কুষ্টিয়া জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসী হামলায় ২৩জুন সকল ১০ টার দিকে কাউখালী উপজেলা প্রেসক্লাবের উদ্দ্যেগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কাউখালী শাখার সভাপতি শেখ নুরুল হুদা বাবু, সহ-সভাপতি গাজী আনোয়ার হোসেন, সহ- সভাপতি মেহেদী হাসান নয়ন, কাউখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জিয়াদুল হক, যুগ্ন সাধারন সম্পাদক শেখ মনোয়ারা আক্তার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খোকন, কোষাধ্যক্ষ মো. এনামুল কিবরিয়া প্রমুখ। এ সময় বক্তারা সাংবাদিক রিজুর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান।