কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় একটি মসজিদের মুয়াজ্জিনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ১নং ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের জোড়াপোল বাজার সংলগ্ন হাওলাদার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে জোরাপোল বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মো.হাসমত আলী হাওলাদারের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিস পৌছাবার পুবেই বসতঘরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাততের কোন ঘটনা ঘটেনি। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান,ভুক্তভোগী বৃদ্ধ হাসমত আলী হাওলাদারের ছেলে ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের বাসিন্ধা ও জোরাপোল জামে মসজিদের মুয়াজ্জিন হাসমত আলীর স্ত্রী রওশানারা বেগম সন্ধ্যার পর ঘরে তালা দিয়ে পাশের সজলের ঘরে যায়। হঠাৎ ঘরের মধ্যে আগুন জ¦লতে দেখে ডাক-চিৎকার দেয় বাড়ীর লোকজন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস আসার পুর্বেই আগুনে ঘরটি সম্পুর্ন পুড়ে ছাই যায়।