এইচএম আখতারুজ্জামান বাচ্চু, বরিশাল : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাফর আলী খানকে (৪৫) একদল দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছেন।
পুলিশসূত্রে জানাযায়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর চড়াইল (কাঠালিয়া-ভান্ডারিয়া সীমানা) এলাকায় গত বুধবার রাতে একদল অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত এলোপাতারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন অচেতনাবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। স্থানীয় লোকজন জানান, কাঠালিয়া উপজেলার আওডাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের জাফর আলী খানের সঙ্গে পার্শ্ববতী ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামের জলিল হাওলাদারের পুত্র মিজানের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। দুই বন্ধুর মধ্যে তাদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। ঘনিষ্ঠবন্ধুত্বে সুযোগে জাফর আলীর স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করেন মিজান। এনিয়ে দুই বন্ধুর মধ্যে চরম দ্বন্দ্ব চলছিল। পূর্বশক্রতার জের ধরে হঠাৎ একদিন মিজানকে কুপিয়ে হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন করে দেয় জাফর আলী। দুই বন্ধুর বিরোধের জের ধরে গত বুধবার সন্ধ্যায় পূর্ব মাটিভাঙ্গা গ্রামের সাবেক স্কুল শিক্ষক মো. আমিনের জানাযা শেষে বাড়ি ফিরফিল জাফর। এসময় কাঠালিয়া-ভান্ডারিয়া সীমান্তের ফকির বাড়ি ব্রিজের ওপর ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে মিজান ও তার লোকজন। নিহত জাফর আলী খান ওই গ্রামের মুনসুর আলী খানের পুত্র ও কাঠালিয়া উপজেলার আওয়াবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার জানান, ঘটনাস্থল পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় হওয়ার কারনে সেখানে মামলা হয়েছে। ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিলন মন্ডল জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
কাঠালিয়ায় আওয়ামী লীগ নেতা খুন
Leave a comment