কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় মো. মহারাজ হাওলাদার (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (২৮ আগষ্ট) বেলা ১টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের হাওলাদার বাড়ীর বাগান থেকে এ লাঁশ উদ্ধার করা হয়। নিহত মহারাজ হাওলাদার (৫৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার (২৮ আগষ্ট) ভোর ৬টার দিকে ঘর থেকে বাহিরে হয় কৃষক মহারাজ। সকাল ৮টার দিকে বীনাপানি বাজার কমিটির সভাপতি ও একই বাড়ীর আমির হোসেন হাওলাদার জমি চাষাবাদের জন্য কাজের লোক নিয়ে মাঠে যাচ্ছিলেন এসময় বাড়ীর পুর্ব উত্তর কোনে একটি কাঁঠাল গাছের সাথে মহারাজকে ঝুলতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতাল মর্গে পাঠায়। থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।