সোহেল আহমেদ, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ ২৫ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই সাথে সকল বিভাগের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে চুক্তির ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
গত শনিবার সকালে কলেজ কর্তৃক আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত করেন কলেজের প্রতিষ্ঠাতা শওকত আলী বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সাবেক সম্পাদক সাবেক পৌর মেয়র বিএনপি’র প্রবীণ নেতা মাহবুবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের গভর্নিং বাড়ীর সভাপতি বিএনপির নেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র বিশিষ্ট নেতা এক নম্বর সিমলাপুর রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আতিয়ার রহমান। থানা বিএনপির সাবেক সম্পাদক তবিবুর রহমান মিনি ও অধ্যক্ষ রাশেদ শমসের তরু। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাস জুড়ে । জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পর্ব শুরু হয়। আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। নবীন বরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে পিঠা মেলার আয়োজন করা হয়। সময়ে কলেজের শিক্ষকবৃন্দ,আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ নবীন ও পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে শহীদ নূর আলী ডিগ্রী কলেজে নবীনবরণ উৎসব
Leave a comment