কালিগঞ্জ সংবাদদাতা : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রবীণ নাগরিক কমিটির পরামর্শ ক্রমে বুধবার বেলা ১০টায় উত্তর কালিগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কমিটি গঠনের লক্ষ্যে এই প্রস্তুতি সভা ডাকা হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ঠ সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানকে সভাপতি, পল্লী চিকিৎসক ও ইউপি সদস্য আব্দুল কাদেরকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক মুনছুর আলী, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এস.এম, মমতাজ হোসেন মন্টু, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপদ দাস, যুগ্ম কোষাধ্যক্ষ আব্দুল গফুর সরদার, কার্যনিবার্হী সদস্য কবি ও শিক্ষানুরাগী মঞ্জুর মোঃ লুৎফর রহমান, মাষ্টার নরিম আলী মুন্সি, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক আহম্মাদ আলী, অবসরপ্রাপ্ত সৈনিক লুৎফার রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক মতিউর রহমান, ব্যবসায়ী শেখ আহম্মাদ হোসেন ময়না, অবসরপ্রাপ্ত চিকিৎসক আব্দুর নূর, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক।