
কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা সদস্যদের সরব উপস্থিতিতে ব্যাপক উৎসাহে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, বাবলা আহমেদ, এম হাফিজুর রহমান শিমুল, সাজেদুল হক সাজু, কাজী মুজাহিদুল ইসলাম তরুন, মীর জাহাঙ্গীর হোসেন, এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক, সেলিম শাহারিয়ার, ফারুক আহমেদ উজ্জ্বল, জিএম ছামসুর রহমান, ডিএম সিরাজুল ইসলাম, গাজী জাহাঙ্গীর কবীর, সহকারী অধ্যাঃ মনিরুজ্জামান মহসীন, শেখ লুৎফর রহমান, এস এম ফজলুল রহমান, আব্দুল লতিফ মোড়ল প্রমুখ। সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, সদস্যদের মাসিক চাঁদা ও নিজ-নিজ পত্রিকার কার্ডের কপি জমাদান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়াসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং হয়রনাীকর মামলা দায়ের প্রসঙ্গে, প্রেসক্লাবের সংবিধান পরিপন্থীদের প্রসঙ্গ, সাংগঠনিক ও বিবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এ সাধারণ সভায় সকল সদস্য একমত পোষন করে বলেন কালিগঞ্জ প্রেসক্লাবকে যে বা যারা আদালতে তুলেছে এবং নানাবিধ অপ-প্রচার করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে। সাধারণ সভা শেষ জাতীয় ধারা ভাষ্যকার শিক্ষক ইসমাইল হোসেন মিলনকে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়েছে।

