কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় বালি বোঝাই ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ইসমাইল শেখ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে নড়াইল-কালিয়া সড়কের আটলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল শেখ চাঁচুড়ি-কদমতলা গ্রামের কৃষক ফুরকান শেখের ছেলে। ঘাতক ট্রলি চলতি মাসে প্রান নিল দু’জনের এবং পঙ্গুতের শিকার হয়েছে এক বৃদ্ধা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার শিকার ঐ মাদ্রাসাছাত্র নিজের সাইকেলে বাড়ির অদূরে রাস্তায় ঘোরাফেরা করছিল। এসময় নড়াইল অভিমুখি একটি বেপরোয়া গতির বালি বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি সড়কে ছিটকে পড়ে ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে স্থানীয়রা ট্রলিটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।