মোঃ বাবর আলী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার চাচুরি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি বসত ঘর।
গত ২ও ৩ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষ্ণপুর গ্রামের জিন্নাত সর্দারের বসত ঘর সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় এবং অল্পের জন্য রক্ষা পায় জিন্নাত সরদারের বুদ্ধি প্রতিবন্ধী স্ত্রী সুমী বেগম ও তার সদ্য নবজাতক সন্তান জামেলা।
পরদিন একই গ্রামের বাদশা মোল্লার ছেলে মিরান মোল্লার বসতঘরেও আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই দিনের ঘটনায় দুর্বৃত্তদের চিনে ফেলে তারা মিরান মোল্লার পরিবার ও প্রতিবেশীরা।
পরবর্তীতে মিরান মোল্লা বাদী হয়ে কালিয়া থানায় ছয় জনের নাম উল্লেখ করে ও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ঘটনার রাতে আসামি কৃষ্ণপুর গ্রামের মৃত ইদ্রিস কাজীর ছেলে মনিরুল কাজী (৩৮) তাহাজ্জোদ শেখের ছেলে আজাদ শেখ (৩৫) শহিদুল শেখের ছেলে আরশিল হোসেন বিপ্লব (২৫), মৃত চাঁদ ফকিরের ছেলে মোস্ত ফকির (৪০),মৃত জমির বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস, মৃত আঃ রশিদ মোল্লার ছেলে তৈয়বুর মোল্লাসহ অজ্ঞাত ৪-৫ জন আগুন দিয়ে পালিয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের যাবতীয় মালামালসহ ঘরে গরু কেনার জন্য রক্ষিত ৫০ হাজার টাকা এবং তিনটি বিড়াল পুড়ে মারা যায়।
এ বিষয়ে সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বোরহান মোল্লার স্ত্রী রত্না বেগম, মৃত ইসরাফিল মোল্লার স্ত্রী রোজিনা বেগম ও ও নুর মিয়া মোল্লার স্ত্রী ঝুমুর বেগম জানান, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক বারোটার দিকে এনাম সরদারের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ছুটে গিয়ে এনাম সরদারের ঘরের আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় এনাম সরদারের বৌমা বোবা(বাক প্রতিবন্ধী)সুমি তার বাচ্চা ঝামেলা কে নিয়ে কান্নাকাটি করছে। এ সময় আমরা আশেপাশ থেকে পানি নিয়ে ঘরের আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে ছারখার হয়ে যায়। সামান্য জন্য সুমি ও তার সন্তান বেঁচে যায়।
এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, কৃষ্ণপুর গ্রামে বারবার আগুন লাগার ঘটনা জানতে পেরেছি। এ ঘটনায় মিরান মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামী গ্রেফতারের জন্য বারবার অভিযান পরিচালনা করেও এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। তবে অভিযান অব্যাহত রয়েছে অচিরেই আসামিদের আইনের আওতায় আনা হবে।
এছাড়াও অন্য যে কয়েকটি বসতবাড়িতে আগুন দেয়া হয়েছে এ ঘটনায় জড়িতদের সনাক্তের জন্য কাজ তদন্তকার চলমান রয়েছে।
তিনি আরো জানান, যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।